বর্ধমান, 14 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের । 24 ঘন্টায় কোরোনা উপসর্গ নিয়ে নতুন করে ভরতি হয়েছেন নয়জন ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় কোরোনা হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। কোরোনার উপসর্গ থাকায় 9 জনকে ভরতি করা হয়েছে । 12 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে। এখন হাসপাতালে 78 জন ভরতি আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা সংক্রমণ রুখতে শহর ও গ্রামীণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জ্বর, সর্দি সহ কোরোনার উপসর্গ নিয়ে যাঁরা বাড়িতে আছেন তাঁদেরও কোরোনা হাসপাতালে এনে চিকিৎসা করানো হচ্ছে। সুস্থ হলেই তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে । ওই হাসপাতালে যে 78 জন ভরতি আছেন তাঁদের মধ্যে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছেন 8 জন। শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে 6 জনকে।
বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু একজনের - কোরোনা হাসপাতাল
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় কোরোনা হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। কোরোনার উপসর্গ থাকায় 9 জনকে ভরতি করা হয়েছে । 12 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে। এখন হাসপাতালে 78 জন ভরতি আছেন।
কোরোনা হাসপাতাল
মোট 380 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে কলকাতার আরজি কর হাসপাতালে 373 জনের এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।