কোরোনা হাসপাতালে মৃত্যু একজনের, নতুন করে ভরতি 14 জন - কোরোনা হাসপাতাল
জেলা প্রশাসনের বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাতটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত 14 জন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে।তবে কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের। তাঁর রিপোর্ট এখনও জানা যায়নি।
বর্ধমান , 21 এপ্রিল : বর্ধমানে কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের। তবে তাঁর রিপোর্ট এখনও জানা যায়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত 24 ঘণ্টায় সেখানে ফের 14 জনকে ভরতি করা হয়েছে।
জেলা প্রশাসনের বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাতটা থেকে মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত 14 জন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। আগে ভরতি থাকা 10 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। এখন সেখানে ভরতি আছে 41 জন। তবে মন্তব্যের ঘরে রিপোর্ট সংক্রান্ত কিছু জানানো হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যাঁরা ভরতি আছেন তাঁদের লালারস সংগ্রহ করে কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া বর্ধমান মেডিকেল কলেজের আইসোলেশনে এদিন 2 জনকে, কাটোয়া মহকুমা হাসপাতালে দুজনকে ও কালনা মহকুমা হাসপাতালের আইসোলেশনে একজনকে ভরতি করা হয়েছে।