পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

2nd Day of Bharat Bandh : দ্বিতীয় দিনেও বনধের প্রভাব নেই, স্বাভাবিক ছন্দে শহর বর্ধমান - Bharat Bandh Effect in Burdwan Town

বাম শ্রমিক ইউনিয়নগুলির ডাকে ভারত বনধের দ্বিতীয় তথা শেষ দিনেও তেমন প্রভাব পড়ল না বর্ধমান শহরে (Bharat Bandh Effect in Burdwan Town) ৷ সকাল থেকে সন্ধে পর্যন্ত স্বাভাবিক রইল জনজীবন ও যান চলাচল ৷

BURDWAN
বর্ধমান শহরে বনধের কোনও প্রভাব পড়ল না

By

Published : Mar 29, 2022, 7:10 PM IST

বর্ধমান, 29 মার্চ : কেন্দ্রীয় বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা দু'দিনের ধর্মঘটের দ্বিতীয় তথা শেষ দিনে তেমন কোনও প্রভাব পড়ল না শহর বর্ধমানে (2nd Day of Bharat Bandh) । অন্যান্য দিনের মতই খোলা দোকানপাট, স্বাভাবিক যান চলাচল । এদিনও বনধের সমর্থনে মিছিল করে বাম শ্রমিক সংগঠনগুলো ।

পাইকারি সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার, কোথাওই বনধের তেমন প্রভাব চোখে পড়ল না ৷ বেলা বাড়লেও এই ছবির কোনও পরিবর্তন হয়নি শহরে । বনধের প্রথম দিন অর্থাৎ, সোমবার বর্ধমান থেকে বিভিন্ন রুটের বাস চলাচল কিছুটা হলেও কম থাকলেও মঙ্গলবার বেশিরভাগ বাসই চলেছে (No Effect in Burdwan Town on 2nd Day of Bharat Bandh) ।

যদিও বনধের বিষয়ে বাম শ্রমিক সংগঠনগুলির দাবি, জেলার মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে গ্রামাঞ্চলগুলিতে । মুখ্যমন্ত্রী বনধ রোধ করতে সার্কুলার জারি করেছেন । ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও অফিস যেতে বাধ্য হয়েছেন অনেকেই । এছাড়া ধর্মঘট যাতে কোনওভাবে সফল করা না যায় সেজন্য জেলা পুলিশ এবং শাসকদল হুমকি দিয়েছে পরিবহণ দফতরের শ্রমিকদের । ফলে অনেকেই বাধ্য হয়ে এদিন বাস চালিয়েছেন ।

তৃণমূলের শ্রমিক সংগঠন অবশ্য বনধের প্রভাবের বিষয়ে জানায়, যেভাবে দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে মানুষ সমস্যায় পড়ে গিয়েছে। এই অবস্থায় মানুষ আর বনধকে পছন্দ করে না । ফলে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বর্ধমানে বনধের কোনও প্রভাব পড়েনি ।

ABOUT THE AUTHOR

...view details