পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ECL Mysterious Death: ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু ! পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার দেহ - ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু

সোমবার থেকেই নিখোঁজ ছিলেন ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ার ৷ এরপর বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় একটি পরিত্যক্ত কুয়ো থেকে (ECL store manager dead body recovered) ৷

ECL Mysterious Death
স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু

By

Published : Jul 20, 2022, 3:48 PM IST

দুর্গাপুর, 20 জুলাই: ইসিএলের নিখোঁজ স্টোর ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার হল কেন্দা এরিয়ার পরিত্যক্ত কুয়ো থেকে। মৃতের নাম গদলাভেতি ভরেনজানে ইয়ুলু (৩২)। এই রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ গত কয়েকদিন ধরেই ইসিএলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে (Coal scam in ECL) ৷

সংস্থার বেশ কয়েকজন প্রাক্তন এবং বর্তমান কর্তাকে গ্রেফতারও করেছে সিবিআই ৷ আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে ৷ সেই তদন্ত এখনও চলছে ৷ এমতাবস্থায় ইসিএলের স্টোর ম্য়ানেজারের মৃত্যু ঘিরে স্বভাবতই রহস্য তৈরি হয়েছে ৷

তদন্ত শুরু করেছে পুলিশ

আরও পড়ুন: কয়লা পাচারে ধৃত প্রাক্তন ইসিএল কর্তার তিনদিনের সিবিআই হেফাজত

জানা গিয়েছে মৃতের বাড়ি অন্ধপ্রদেশে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে সোমবার সন্ধ্যার পর থেকে তাঁর আর কোনও খোঁজ ছিল না। সংস্থার এক কর্মী জানিয়েছেন, সোমবার অফিসের ডিউটি শেষ করে বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু হয় ৷

রিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার দেহ

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা কুয়োতে পায়ের চটি ভাসছে দেখে অন্ডাল থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি।

ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু

এরপর বুধবার সকালে অন্ডাল থানার পুলিশ এবং দমকল বাহিনী দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কী কারণে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সাম্প্রতিককালে ইসিএলে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে তার সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details