বর্ধমান, 21 জুলাই : ব্রিটিশ আমলে পূর্ব ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয় 1854 সালে । ঠিক পরের বছরই সেই লাইন বর্ধমান হয়ে রানিগঞ্জ বর্ধিত হয় । সেই সুবাদে তৈরি হয়েছিল ভারতের অন্যতম পুরনো স্টেশন, বর্ধমান । ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।
1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । বর্ধমানের ভূমিপুত্র এই বিপ্লবীর নামে স্টেশনের নামকরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও অধ্যাপক শ্রীকান্ত বসু । তিনি বলেন, "এই নাম পরিবর্তনের মাধ্যমে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানো হচ্ছে । যিনি ভগৎ সিংয়ের সঙ্গে ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন তাঁর নামে বর্ধমান জংশনের নামকরণ করে বর্ধমানবাসীকে গর্বিত করা হল বলে আমি মনে করি ।"