পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কেউ বলছেন গর্বিত, কেউ আবার মেনে নিতে পারছেন না বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন - bardhaman

ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।

নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে

By

Published : Jul 21, 2019, 9:36 PM IST

Updated : Jul 21, 2019, 10:58 PM IST

বর্ধমান, 21 জুলাই : ব্রিটিশ আমলে পূর্ব ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয় 1854 সালে । ঠিক পরের বছরই সেই লাইন বর্ধমান হয়ে রানিগঞ্জ বর্ধিত হয় । সেই সুবাদে তৈরি হয়েছিল ভারতের অন্যতম পুরনো স্টেশন, বর্ধমান । ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।

1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । বর্ধমানের ভূমিপুত্র এই বিপ্লবীর নামে স্টেশনের নামকরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও অধ্যাপক শ্রীকান্ত বসু । তিনি বলেন, "এই নাম পরিবর্তনের মাধ্যমে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানো হচ্ছে । যিনি ভগৎ সিংয়ের সঙ্গে ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন তাঁর নামে বর্ধমান জংশনের নামকরণ করে বর্ধমানবাসীকে গর্বিত করা হল বলে আমি মনে করি ।"

আবার স্টেশনের নামকরণ করার সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করছেন না নিত্যযাত্রী কে ডি গঙ্গোপাধ্যায় । তাঁর বক্তব্য, "বটুকেশ্বর দত্তকে অন্যভাবে সম্মান জানানো যেত । তাঁকে আমরা সম্মান করি । কিন্তু এইভাবে ঐতিহ্যবাহী একটা স্টেশনের নাম পরিবর্তন করার ফলে একদিকে যেমন মানুষের অসুবিধা হবে তেমনি বর্ধমান তার ঐতিহ্য হারাবে । আমি এই নাম পরিবর্তন কোনও ভাবেই মেনে নিতে পারছি না ।"

নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে

আবার ইতিহাসের গবেষক সর্বজিৎ যশ বলেন, "বর্ধমান জেলা, শহর ও স্টেশনের নাম ওতপ্রোত ভাবে জড়িত । এই নামকরণের ফলে বর্ধমানের ঐতিহ্য মোটেই হারাবে না । এক দিকে যেমন বর্ধমান স্টেশনের নাম মনে রাখবেন সবাই, তেমনি যারা বিপ্লবী বটুকেশ্বর দত্তকে চেনেন না, জানেন না, তারাও তাঁর কার্যকলাপ সম্পর্কে অবগত হবেন ।

"

Last Updated : Jul 21, 2019, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details