পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাতের অন্ধকারে গ্রামে দুষ্কৃতী হামলা,আটক 10 - দুষ্কৃতী

আউশগ্রামের 1 নং ব্লকের বিল্ব গ্রাম পঞ্চায়েতের ভোঁতা গ্রামে রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেখানকার মানুষজন আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে ছিলেন। অভিযোগ গ্রামবাসীরা গ্রামের ইলেকট্রিক পোলে মেইন সুইচ অফ করে গ্রাম অন্ধকার করে দিয়েছিলেন। এই ঘটনায় গ্রামের অন্য এক গোষ্ঠীর সঙ্গে ঝামেলা বেঁধে যায়। এরপর রাত বাড়তেই গ্রামের বেশকিছু বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

ausgram clash
দুষ্কৃতী হামলা

By

Published : Apr 6, 2020, 8:15 PM IST

বর্ধমান , 6 এপ্রিল :বর্ধমানের আউশগ্রামে বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় একটি মন্দিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে হিন্দু জাগরণ মঞ্চ ।এই ঘটনায় পুলিশ 10 জনকে আটক করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে আউশগ্রামের 1 নং ব্লকের বিল্ব গ্রাম পঞ্চায়েতের ভোঁতা গ্রামে রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেখানকার মানুষজন আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে ছিলেন। অভিযোগ, গ্রামবাসীরা গ্রামের ইলেকট্রিক পোলে মেইন সুইচ অফ করে গ্রাম অন্ধকার করে দিয়েছিলেন। এই ঘটনায় গ্রামের অন্য এক গোষ্ঠীর সঙ্গে ঝামেলা বেঁধে যায়। এরপর রাত বাড়তেই গ্রামের বেশকিছু বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এমনকি একটি মন্দিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।


খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে আসে ।এদিন সকাল থেকেই ওই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ।ঘটনাস্থান থেকে পুলিশ 10 জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details