পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Murder Case : নৃশংসভাবে মাকে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে - Murder Case

নৃশংসভাবে মাথা থেঁতলে মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে (son allegedly murdered mother)। পুলিশ তাকে গ্রেফতার করেছে । ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ।

Mentally challenged son alleged brutally murdered mother
Murder Case

By

Published : Jun 14, 2022, 10:32 PM IST

আউশগ্রাম, 14 জুন : রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মায়ের মৃতদেহ, আর পাশে বসে রয়েছে ছেলে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ধনকুড়া গ্রামে । মৃতের নাম মনি পাল (42)। ছেলের নাম অমর পাল ৷

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কয়েকজন কৃষক কাজে যাওয়ার সময় দেখতে পায় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মনি পালের মৃতদেহ পড়ে আছে । আর পাশেই বসে আছে তার ছেলে । পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ অমর পালকে গ্রেফতার করে । ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে । ছেলের বিরুদ্ধে নৃশংসভাবে মাথা থেঁতলে মাকে খুন করার অভিযোগ উঠেছে (Mentally challenged son alleged brutally murdered mother)।

আরও পড়ুন :Panihati Fair Chaos : পূর্বস্থলীর গ্রামে ফিরল পানিহাটিতে মৃতদের দেহ

জানা গিয়েছে, অমর তার বাবা-মায়ের একমাত্র সন্তান । তার বাবা রান্নার কাজ করে । তিনি এখন ভিনরাজ্যে কাজে গিয়েছেন । বাড়িতে মা ও ছেলে দু'জনেই ছিল । এর আগেও সে তার মাকে মারধর করেছিল । স্থানীয়রা চলে আসায় সেই যাত্রায় রক্ষা পেয়েছিল । পুলিশের সন্দেহ, এদিন মনি পালকে মেঝেতে মাথা ঠুকে ঠুকে থেঁতলে খুন করা হয়েছে (Murder Case)।

ABOUT THE AUTHOR

...view details