আউশগ্রাম, 14 জুন : রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মায়ের মৃতদেহ, আর পাশে বসে রয়েছে ছেলে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ধনকুড়া গ্রামে । মৃতের নাম মনি পাল (42)। ছেলের নাম অমর পাল ৷
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কয়েকজন কৃষক কাজে যাওয়ার সময় দেখতে পায় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মনি পালের মৃতদেহ পড়ে আছে । আর পাশেই বসে আছে তার ছেলে । পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ অমর পালকে গ্রেফতার করে । ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে । ছেলের বিরুদ্ধে নৃশংসভাবে মাথা থেঁতলে মাকে খুন করার অভিযোগ উঠেছে (Mentally challenged son alleged brutally murdered mother)।