আউশগ্রাম, 12 সেপ্টেম্বর : এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ । ধৃত যুবকের নাম বাপি মির্ধা । ধৃতকে এদিন পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় চারদিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী । তারা তিন বোন এক ভাই । বাবা-মা দিনমজুরি করেন । কিশোরীর দাদা ধান ব্যবসায়ীর কাছে মুটিয়ার কাজ করেন । শুক্রবার সন্ধ্যার দিকে ওই কিশোরী যখন তার দাদাকে ডাকতে বটগ্রাম ক্যানেলপুলের কাছে যখন যাচ্ছিল, তখন বাপি মির্ধা তাকে একা পেয়ে মুখ টিপে ধরে রাস্তার ধারে একটি দরজা খোলা কামারশালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।