পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CM Mamata Banerjee: বাংলার আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, প্রয়োজনে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী - CM Mamata Banerjee Slams BJP On Bangla Awas Yojana Scheme row

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে এরাজ্যের সরকার নিজেদের নামে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ সেই বিতর্কেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Slams BJP) ৷

CM Mamata Banerjee attacks modi govt
বাংলার আবাস যোজনা নিয়ে মমতা

By

Published : Jun 27, 2022, 8:59 PM IST

বর্ধমান, ২৭ জুন: বাংলা আবাস যোজনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার ও প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রয়োজনে এ নিয়ে তিনি দিল্লি যাবেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee Slams BJP On Bangla Awas Yojana Scheme row) ৷

সোমবার বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন গোদার মাঠে 'কৃষক বন্ধু' প্রকল্পের খারিফ মরশুমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । সেই মঞ্চ থেকে তিনি বলেন, "বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনার টাকা আটকে রেখে দেওয়া হয়েছে । আমি এই কারণে একটা ভেরিফিকেশন টিম পাঠিয়েছিলাম । দেখি তারপরে কী করছে । প্রয়োজনে আমাকেও দিল্লি যেতে হতে পারে । যে কোনও রাজ্যে নিজের নামে বাড়ি থাকবে । গুজরাতে গুজরাতের নামে বাড়ি থাকবে । উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে বাড়ি থাকবে । রাজস্থানে রাজস্থানের নামে বাড়ি থাকলে, বাংলার নামে বাংলা আবাস যোজনা থাকলে আপনাদের আপত্তি কীসের ?"

বাংলার আবাস যোজনা নিয়ে মমতার তোপ কেন্দ্রকে

আরও পড়ুন : ধান কেনাবেচায় দুর্নীতি করলেই এফআইআর, হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী এদিন বিজেপি-কে একহাত নিয়ে বলেন, "নির্বাচনের সময় বাংলায় এসে বড় বড় কথা বলে যান । মানুষের মধ্যে ভাগাভাগি করেন, তপশিলি, আদিবাসী ভাগাভাগি করবেন, মানুষ মানুষকে ভাগাভাগি করবেন, বিচ্ছেদের কথা বলবেন আর বাংলার নাম বলতে গেলে তখন বলবেন কেন বাংলা নাম বলা হচ্ছে ? যদি বাংলার বাড়ির টাকা দেওয়া না-হয়, বাংলাকে নানাভাবে বঞ্চিত করা হয় আমরা কিন্তু ছেড়ে দেব না ৷ বাংলার কথা বলব, দেশের কথা বলব ।"

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে এরাজ্যের সরকার নিজেদের নামে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ সেই বিতর্কেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details