বর্ধমান, ২৭ জুন: বাংলা আবাস যোজনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার ও প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রয়োজনে এ নিয়ে তিনি দিল্লি যাবেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee Slams BJP On Bangla Awas Yojana Scheme row) ৷
সোমবার বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন গোদার মাঠে 'কৃষক বন্ধু' প্রকল্পের খারিফ মরশুমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী । সেই মঞ্চ থেকে তিনি বলেন, "বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনার টাকা আটকে রেখে দেওয়া হয়েছে । আমি এই কারণে একটা ভেরিফিকেশন টিম পাঠিয়েছিলাম । দেখি তারপরে কী করছে । প্রয়োজনে আমাকেও দিল্লি যেতে হতে পারে । যে কোনও রাজ্যে নিজের নামে বাড়ি থাকবে । গুজরাতে গুজরাতের নামে বাড়ি থাকবে । উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে বাড়ি থাকবে । রাজস্থানে রাজস্থানের নামে বাড়ি থাকলে, বাংলার নামে বাংলা আবাস যোজনা থাকলে আপনাদের আপত্তি কীসের ?"