চাল ও আলু কম দেওয়ার অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ
পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যজ্ঞেশ্বরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ।
পূর্বস্থলী, 22 এপ্রিল : চাল ও আলু কম দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যজ্ঞেশ্বরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পূর্বস্থলী থানার পুলিশ ।
দু'দিন ধরে ওই সেন্টার থেকে দু'কেজি চাল, দু'কেজি আলু ও তিনশো গ্রাম ডাল দেওয়ার কথা থাকলেও পরিমাণমতো তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আজ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা খাবার বিতরণ করতে গেলে গ্রামের বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ওই কর্মী নির্দিষ্ট পরিমাণ না দিয়ে তা থেকে অনেক কম পরিমাণ চাল ও আলু দিচ্ছিলেন। তাই তাঁরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।