কাঁকসা, 17 ডিসেম্বর : পানাগড়ের শিক্ষক অপহরণে অভিযুক্ত 6 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল রাতে কাঁকসা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল । মোবাইলের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় ৷
22 নভেম্বর দুপুর 12 টা নাগাদ পানাগড় রেলেস্টশন থেকে অপহরণ করা হয়েছিল এক শিক্ষককে ৷ তাঁর নাম দেব কুমার দে ৷ তিনি বাঁকুড়া জেলার সোনামুখী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপহরণকারীরা দেবকে প্রথমে মোটরবাইকে করে বুদবুদ থানার পন্ডালি গ্রামে নিয়ে গিয়েছিল ৷ তারপর বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয় ।
23 নভেম্বর দেবের পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেছিল । দেবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা । পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে প্রায় 4 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ 25 নভেম্বর দেবকে ইলামবাজারে রাজ্য সড়কে ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা । কাঁকসা থানার পুলিশ তদন্তে নামে ৷
শিক্ষক অপহরণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার রাতে বুদবুদ থানা এলাকার শ্যামসুন্দরপুর থেকে 2 জন এবং বাঁকুড়া থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের নাম ইন্দাদুল মিদ্দা, মোহিদুল মিদ্দা, হোসেনুর মিদ্দা, সইদ আনিসুর রহমান, রাহুল মণ্ডল ও স্বপন শেখ । তাদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে অপহরণে সময় ব্যবহৃত 1 টি SUV ও 2 টি মোটরবাইক সহ একাধিক মোবাইল ফোন ।