পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

COVID Vaccine Death in Kalna : ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ, কালনায় ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা - কালনায় ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয় দশম শ্রেণির ছাত্র ৷ তারপরই মৃত্যু হয়েছে তার (Student death controversy in Kalna) ৷ ঘটনায় শুরু হয়েছে বিতর্ক ৷

COVID Vaccination controversy in Kalna
কালনায় ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

By

Published : Jan 15, 2022, 9:50 AM IST

কালনা, 15 জানুয়ারি : স্কুলে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্র । অসুস্থ ওই ছাত্রকে কালনা মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয় ৷ সেখানে চিকিৎসার পর বাড়ি নিয়ে চলে আসা হয় ৷ বাড়িতেই মৃত্যু হয় তার ৷ তার মৃত্যুর কারণ হিসাবে করোনার ভ্যাকসিনকেই দায়ী করেছেন পরিজনরা ৷ ছাত্রের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক (Student death controversy in Kalna) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার সমুদ্রগড় পঞ্চায়েতের সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল ইউসুফ মুন্সি । গত 6 জানুয়ারি ভ্যাকসিন নেয় সে । এরপর অসুস্থ হয়ে পড়ে । পেটে ব্যথা শুরু হয় । শরীর দুর্বল হয়ে পড়ে । তাকে প্রথমে কালনা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয় । বিভিন্ন টেস্ট করানো হলেও নেতিবাচক কোনও রিপোর্ট আসেনি । ইউসুফকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে আসেন তার পরিজনরা ৷ শুক্রবার বাড়িতে তার মৃত্যু হয় । পরিবারের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার কারণেই ইউসুফের মৃত্যু হয়েছে ।

ইউসুফের মামা নাসারুল শেখ বলেন, "আমরা মনে করছি ভ্যাকসিন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে । কারণ ভ্যাকসিন নেওয়ার আগে পর্যন্ত সে সুস্থ ছিল । ভ্যাকসিন নেওয়ার পর থেকে সে খাওয়া দাওয়া করতে পারছিল না । পেটে ব্যথা শুরু হয় । পা ফুলে যায় । হাঁটাচলা করতে পারছিল না । 9 জানুয়ারি তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে করোনা রোগী থাকায় ভর্তি করা হয়নি । এরপর দু'দিন পরে সে কিছুটা সুস্থ হয় । বৃহস্পতিবার সে ফের অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ফের বিভিন্ন টেস্ট করা হয় । কিন্তু কিছু পাওয়া যায়নি । ফলে তাকে ছেড়ে দেওয়া হয় । এরপর বৃহস্পতিবার রাতের দিক থেকে সে আবার অসুস্থ হয়ে পড়ে । পরের দিন বেলার দিকে সে মারা যায় । তাই আমাদের সন্দেহ ভ্যাকসিন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে ।"

এদিকে কালনা মহকুমা হাসপাতাল ঘটনার প্রতিক্রিয়ায় জানায়, ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে সেটা জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না ।

আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক

ABOUT THE AUTHOR

...view details