পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tiger in Sundarbans : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দরবনকে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

সুন্দরবনের লোকালয় থেকে বাঘকে (Tiger in Sundarbans) দূরে রাখতে লোহার জাল দিয়ে ঘেরা হবে জঙ্গল (Iron Net boundary for jungle in Sundarbans) ৷ বর্ধমানে একটি অনুষ্ঠানে এসে একথা জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

iron net boundary for jungle in sundarbans to avoid human tiger conflict
Tiger in Sundarbans : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দর‘বন’কে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

By

Published : Jan 2, 2022, 7:11 PM IST

বর্ধমান, 2 জানুয়ারি : কুলতলির পর গোসাবা ৷ লোকালয়ে দক্ষিণরায়ের (Tiger in Sundarbans) আগমনে থরহরিকম্প বাসিন্দারা ৷ রয়্যাল বেঙ্গলের থাবায় জখম বনকর্মী ৷ বাঘকে জঙ্গলে ফেরাতে গিয়ে নাস্তানাবুদ বন দফতর ৷ এই প্রেক্ষাপটে বনের বাঘকে বসত এলাকায় ঢোকা থেকে বিরত রাখতে চায় বন দফতর ৷ তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ পরিকল্পনা ৷ স্থির হয়েছে, সুন্দরবনের জঙ্গলগুলিকে ঘিরে ফেলা হবে লোহার জালে (Iron Net boundary for jungle in Sundarbans) ৷ যাতে বাঘমামা আর লোকালয়ে ঢোকার সুযোগ না পায় ৷ রবিবার বর্ধমানে একটি অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

আরও পড়ুন :Sundarbans Tiger Attack : লাঠিপেটা করে নৌকা থেকে বাঘ তাড়ালেন তিন মৎস্যজীবী

বনমন্ত্রীর দাবি, মূলত সঙ্গী বা সঙ্গীনীর খোঁজেই জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে বাঘগুলি ৷ মাঝখানে লোকালয় থাকায় ঢুকে পড়ছে সেখানে ৷ এর ফলে বাঘের মুখোমুখি পড়ে যাচ্ছে মানুষ ৷ সম্প্রতি কুলতলি বা গোসাবার ঘটনায় বাঘ প্রথমেই মানুষকে আক্রমণ করেছে, বা কাউকে মারার চেষ্টা করেছে, এমন কিছু হয়নি ৷ তবে মানুষ-বন্যপ্রাণ সংঘাত হলে যে কোনও সময়েই অঘটন ঘটতে পারে ৷ আক্রান্ত হতে পারে দু’পক্ষই ৷ এই অবস্থায় মানুষ এবং বাঘের বসত এলাকার মাঝে লোহার জালের পাঁচিল তুলে এমন সংঘাত এড়াতে চাইছে বন দফতর ৷

আরও পড়ুন :Tiger seen in Sundarbans : বর্ষবরণের আগে ফের বাঘের দর্শন মিলল সুন্দরবনে

এদিন বনমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে ৷ এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে ৷ প্রসঙ্গত, এর আগেও সুন্দরবনের গ্রামগুলিতে বাঘের আনাগোনা ঠেকাতে নাইলনের জাল দিয়ে জঙ্গল ঘেরা হয়েছে ৷ তাতে ফলও মিলেছে হাতেনাতে ৷ কিন্তু, কুলতলি ও গোসাবার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে ৷ তাছাড়া, গত শুক্রবার সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন তিন মৎস্যজীবী ৷ অসীম সাহসে বাঘকে পিটিয়ে জঙ্গলে ফেরত পাঠালেও এই ঘটনায় আহত হন দু’জন ৷ তাঁর মধ্যে মারা যান একজন ৷

ABOUT THE AUTHOR

...view details