পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব বর্ধমান : নতুন করে সংক্রমিত 76-এর মধ্যে 74 জনই উপসর্গহীন - বর্ধমান কোরোনা আপডেট

পূর্ব বর্ধমানে বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ। গত 24 ঘণ্টায় আক্রান্ত 76 জন ৷ এদের মধ্যে 7 জন এসেছে ভিনরাজ্য থেকে ৷

ছবি
ছবি

By

Published : Aug 9, 2020, 7:20 AM IST

Updated : Aug 9, 2020, 7:30 AM IST

বর্ধমান, 9 অগাস্ট : দিনের পর দিন বেড়েই চলেছে পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্তের সংখ্যা । পাল্লা দিয়ে বাড়ছে বর্ধমান শহরের আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের কাছে সকাল থেকে বিকাল 6 টা পর্যন্ত হাট-বাজার খুলে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে । এদিকে, জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী শনিবার রাত 8টা পর্যন্ত জেলায় 24 ঘণ্টায় 76 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । যদিও মৃত্যুর কোনও খবর আসেনি । এদিন বিনা প্রয়োজনে রাস্তায় বেরোনোয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ 43 জনকে গ্রেপ্তার করেছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1 হাজার 360 জন । এর মধ্যে 368 জনের চিকিৎসা চলছে । 963 জন সুস্থ হয়েছে । যে 76 জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে শুধু বর্ধমান শহরেই রয়েছে 47 জন । এছাড়া মেমারি পৌরসভা এলাকায় 1 জন, আউশগ্রাম 2 ব্লকে 1 জন, বর্ধমান 1 ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 8 জন, ভাতার ব্লকে 1 জন, কালনা 1 ব্লকে 1 জন, কালনা 2 ব্লকে 3 জন, কেতুগ্রাম 1 ব্লকে 2 জন, খণ্ডঘোষ ব্লকে 1 জন, রায়না 1 ব্লকে 3 জন, গলসি 2 ব্লকে 2 জন, মেমারি 1 ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 1 জন ও রায়না 2 ব্লকে 2 জন আক্রান্ত।

আক্রান্ত 76 জনের মধ্যে ভিনরাজ্য থেকে আসা 7 জন রয়েছে । 16 জন সংক্রমিত হয়েছে আক্রান্তদের সংস্পর্শে এসে । বাকি 53 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি বলে প্রশাসনের বুলেটিনে উল্লেখ করা হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার আক্রান্তদের মধ্যে 2 জনের কোরোনা উপসর্গ মিলেছে । বাকি 74 জনের কোনও উপসর্গ দেখা যায়নি ।

Last Updated : Aug 9, 2020, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details