পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 53 জন - পূর্ব বর্ধমান
কোরোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে পূর্ব বর্ধমানে ৷ এই জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 53 জন ৷ গত 24 ঘন্টায় ফের একজনের মৃত্যু হয়েছে ।
বর্ধমান, 15 অগাস্ট : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 53 জন। গত 24 ঘণ্টায় ফের একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মোট কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 36 ।
জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, 15 অগাস্ট বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট 1 হাজার 766 জন কোরোনায় আক্রান্ত । এদের মধ্যে 450 জন্য চিকিৎসা চলছে । 1280 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্যদপ্তরের হিসেব অনুযায়ী 538 জন এখন কোয়ারানটিন সেন্টার আছে । হোম কোয়ারানটিনে আছে 2748 জন। 14 আগস্ট পর্যন্ত জেলায় 52539 জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে 50990 টি। এর মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 1464 জনের। আক্রান্তদের মধ্যে ফের 32 জন সুস্থ হওয়ার পরেও আক্রান্ত হয়েছিল। 49068 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। 426 জনের নমুনা বাতিল হয়েছে।
এদিন যে 53 জন কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বর্ধমান পৌরসভায় 11 জন, কাটোয়া পৌরসভায় 5 জন, আউশগ্রাম এক নম্বর ব্লকে 1 জন, জামালপুরে 1 জন ,বর্ধমান এক নম্বর ব্লকে 7 জন, বর্ধমান দুই নম্বর ব্লকে 3 জন, গলসি এক নম্বর ব্লকে 1 জন, মেমারি দুই নম্বর ব্লকে 1 জন, খণ্ডঘোষ ব্লকে 1 জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে 1 জন, পূর্বস্থলী দুই নম্বর ব্লকে 3 জন, রায়না এক নম্বর ব্লকে 1 জন, রায়না দুই নম্বর ব্লকে 1 জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে 2 জন, মন্তেশ্বর ব্লকে 1 জন, গলসি দুই নম্বর ব্লকে 1 জন, কাটোয়া এক নম্বর ব্লকে 1 জন, কাটোয়া দুই নম্বর ব্লকে 1 জন ও মঙ্গলকোটে 10 জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে 14 জনের শরীরে এদিন উপসর্গ মিলেছে। 39 জন উপসর্গহীন । অন্যদিকে স্বাস্থ্যবিভাগ জানতে পেরেছে 5 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। 3 জন এসেছে ভিন রাজ্য থেকে। 45 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি।