পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Husband Murders Wife: স্ত্রী'কে খুন করে সাইকেলে চেপে পুলিশের কাছে গেলেন স্বামী ! - খুন

স্ত্রীকে খুন করে (Husband Murders Wife) পুলিশের কাছে দোষ কবুল করলেন স্বামী ৷ ধরা দিলেন নিজেই ৷ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের (Bhatar) ঘটনায় চাঞ্চল্য ৷

Husband Murders Wife and surrenders to police in Bhatar
Husband Murders Wife: স্ত্রীকে খুন করে সাইকেলে চেপে পুলিশের কাছে গেলেন স্বামী !

By

Published : Jul 31, 2022, 10:27 PM IST

ভাতার, 31 জুলাই: স্ত্রীকে খুন করে (Husband Murders Wife) পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি ৷ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের (Bhatar) ঘটনা ৷ নিহত মমতাজ খাতুন (29) ভাতার থানা এলাকার পানোয়া গ্রামের বাসিন্দা ছিলেন ৷ তাঁর স্বামী শেখ রহমতকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে তাদের একটি মোবাইল ভ্যান এলাকায় টহল দিচ্ছিল ৷ সেই সময়েই কিছুক্ষণের জন্য এক জায়গায় গাড়িটি দাঁড় করান কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ হঠাৎ এক ব্যক্তি সাইকেলে চেপে সেখানে এসে দাঁড়ান ৷ পুলিশকে জানান, তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন ! পুলিশ যেন তাঁদের বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ! এমন কথা শুনে তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা ৷ কিন্তু, পরে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা বুঝতে পারেন, ওই ব্যক্তি কোনও মশকরা করছেন না ৷ তিনি সত্যিই তাঁর স্ত্রীকে খুন করেছেন ৷

আরও পড়ুন:ECL Mysterious Death: ইসিএলের স্টোর ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু ! পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার দেহ

পরে পুলিশি জেরায় শেখ রহমত জানান, 13 বছর আগে ভাতারের পানোয়া গ্রামের বাসিন্দা মমতাজ খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পেশায় রাজমিস্ত্রি রহমত বিয়ের পর পানোয়া গ্রামেই থাকতে শুরু করেন ৷ তাঁদের দু'টি কন্যা সন্তান রয়েছে ৷ রহমতের দাবি, বাড়িতে রান্না করা থেকে শুরু করে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ সেই রাগেই শনিবার রাতে, যখন বাড়ির বাকি সদস্যরা সকলে ঘুমিয়ে ছিলেন, সেই সময় ওড়নার ফাঁস দিয়ে স্ত্রীর গলা চেপে ধরেন রহমত ৷ ক্রমে মমতাজ নেতিয়ে পড়েন ৷ এরপর স্ত্রীর মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথা শাবল দিয়ে মেরে থেঁতলে দেন রহমত ৷ তারপর ভোরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি ৷ রাস্তায় পুলিশকে দেখতে পেয়ে অপরাধ কবুল করেন এবং ধরা দেন !

এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন রহমতের শ্বশুর মোমিন শেখ ৷ তিনি জামাইয়ের কঠোর শাস্তি দাবি করেছেন ৷ বিষয়টি খতিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় ৷

ABOUT THE AUTHOR

...view details