পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মন্তেশ্বরে বিনামূল্যে রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভ শতাধিক পরিবারের - মন্তেশ্বর

মন্তেশ্বরে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ ।

monteswar
বিক্ষোভ শতাধিক পরিবারের

By

Published : Apr 2, 2020, 9:34 PM IST


মন্তেশ্বর, 2 এপ্রিল : বিনামূল্যে রেশন সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যমগ্রামের রেশন দোকানে সামগ্রী আনতে গিয়েছিল মধ্যমগ্রামের পূর্বপাড়া তালডাঙা পাড়া এলাকার শতাধিক মানুষ। অভিযোগ তাঁদের কাছে খাদ্য সুরক্ষা যোজনা দুই শ্রেণিভুক্ত রেশন কার্ড থাকায় রেশন ডিলার সজল কুমার কুণ্ডু জানিয়ে দেন, তাঁদের সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী রেশন দ্রব্য কিনতে হবে। কিন্তু তাদের প্রশ্ন, তাঁরা BPL শ্রেণিভুক্ত হওয়া সত্ত্বেও কেন তারা বিনামূল্যে রেশন পাবেন না ?

এই দাবি নিয়ে তাঁরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মন্তেশ্বর থানার পক্ষ থেকে বিক্ষোভকারী অসহায় 30টি পরিবারকে চাল, ডাল ও আলু দেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে পরিস্থিতি শান্ত হয়।

মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য পরিদর্শক দেবাশিস সেন জানান, ওই সমস্ত উপভোক্তারা আট নম্বর ফর্ম ফিলআপ করেছেন বলে দাবি করেছেন।ওঁদের অনেকের কার্ড আসছে। সমস্যা যাতে দ্রুত মিটে যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details