পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয় - pujo

পরিবারের সদস্যরা বলেন, ''এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চণ্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি । কত বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল, তা জানা নেই কারও । রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন 700টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চণ্ডী মন্ত্র রয়েছে তা পাঠ করা হয় । ''

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়

By

Published : Oct 7, 2019, 10:18 PM IST

Updated : Oct 8, 2019, 8:09 PM IST

দুর্গাপুর, 7 অক্টোবর: ষষ্ঠীর দিন যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপ নেভেনা 10 দিন ৷ লক্ষ্মীপূজার রাত পেরিয়ে তার পর দিনে এই প্রদীপের আলো নেভে ৷ এমনটাই রীতি আজও অব্যাহত দুর্গাপুরের আমরাই গ্রামের বাবুপাড়া জমিদার বাড়ির দুর্গা দালানে ।

প্রায় 300 বছরের এই পুজোয় রয়েছে আরও অনেক বিশেষত্ব । পরিবারের সদস্যরা বলেন, ''এই মন্দিরে অতি যত্নের সঙ্গে আজও রক্ষা করা আছে তালপাতায় মহিষের রক্ত দিয়ে লেখা চণ্ডী মন্ত্র সম্বলিত প্রাচীন পুঁথি । কত বছর আগে এই পুঁথি লেখা হয়েছিল, তা জানা নেই কারও । রীতি মেনে আজও অষ্টমী ও নবমীর দিন 700টি শ্লোক লেখা তালপাতার পুঁথিতে যে চণ্ডী মন্ত্র লেখা রয়েছে, তা পাঠ করা হয় । ''

জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের প্রতিনিধি সুকান্তি চট্টোপাধ্যায় বলেন, ''আমরাই বাবু বাড়ির দুর্গা দালানে পরিবারের সবাই আসেন দেশ-বিদেশ থেকে । এই পুজোয় চার দিন রয়েছে খাওয়া দাওয়ার আয়োজন ।''

Last Updated : Oct 8, 2019, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details