বর্ধমান, 30 জুন: দাদুর কাছে শেরওয়ানি কেনার টাকা চেয়েছিল নাতি । দাদু সেই টাকা দিতে না-পারায় তাঁকে খুন করল নাতি অনিরুদ্ধ দত্ত । বর্ধমানের সরাইটিকর আমতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত অনিরুদ্ধ দত্ত এবং তাঁর বাবা ফাল্গুনী দত্তকে আটক করেছে । মৃত ব্যক্তির নাম শশাঙ্ক শেখর দত্ত (70)।
জানা গিয়েছে, শশাঙ্ক শেখর দত্ত কোলিয়ারিতে চাকরি করতেন । বছর দশেক আগে তিনি অবসর নেন । বাড়িতে শশাঙ্কর ছেলে ফাল্গুনী দত্ত এবং তাঁর নাতি অনিরুদ্ধ দত্ত প্রায় সময় তাঁর কাছে টাকা পয়সা চাইত ৷ আর তা না-পেলে তাঁকে মারধর করত । গতকাল রাতেও তাদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় । স্থানীয়রা তখন জানালা দিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে শশাঙ্ক শেখর দত্ত পড়ে আছেন । মেঝে ভর্তি রক্ত । আর পাশেই বসে আছেন ছেলে এবং নাতি । স্থানীয়রাই পুলিশকে খবর দেয় । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আসে ৷ পুলিশ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
পুলিশ ফাল্গুনী দত্ত এবং অনিরুদ্ধ দত্তকে আটক করেছে । জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শশাঙ্ক শেখর দত্তকে দেওয়ালে ঠুকে মাথা ফাটিয়ে খুন করা হয়েছে । শেরওয়ানি কেনার জন্য দাদুর কাছে অনিরুদ্ধ টাকা চেয়েছিল । সেই টাকা না-পাওয়ার কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ (Grand child murders Grandfather for sherwani money in Burdwan)।