বর্ধমান, 8 জুন : প্রয়াত হলেন বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান চিকিৎসক স্বরূপ দত্ত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর । 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি বর্ধমান পুরসভার চেয়ারম্যান ছিলেন । 2013 সালে প্রথম বার তিনি শহরের 30 নং ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন । এবং তাঁকে পুরসভার চেয়ারম্যান নির্বাচিত করা হয় ৷ 2018 সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে পুর প্রশাসক পদে তিনি বসেন ।
জানা গিয়েছে, স্বরূপ দত্ত বর্ধমানের শিশু চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । তাঁকে বর্ধমানের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । সোমবার সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।