বর্ধমান, 23 জুলাই : আগামীদিনে বর্ধমান শহরে জল সংকট মেটাতে তৎপর হল জেলা প্রশাসন ৷ পৌরসভার পক্ষ থেকে আপাতত সাবমার্সিবল পাম্প বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামীদিনে পর্যাপ্ত বৃষ্টি হলে নতুন করে আবেদনকারীদের অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হবে ৷
সাবমার্সিবল পাম্প দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে । যার জন্য বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের নলকূপের জলের ফ্লো একদম কমে গেছে । ফলে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে ৷ সেইসঙ্গে বর্ধমান শহরের ভূ-গর্ভস্থ জলস্তর নামতে শুরু করেছে ৷ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে আগামীদিনে জল সংকট দেখা দিতে পারে ৷ এই আশঙ্কায় এখন থেকেই পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ ইতিমধ্যেই বর্ধমানের সার্কিট হাউজ় খরিফ মরশুমে কবে থেকে DVC জল ছাড়বে তা নিয়ে পূর্ব-বর্ধমান, পশ্চিম-বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার বরুণ রায় । পাশাপাশি জেলার জল সংকট নিয়েও আলোচনা করা হয় ৷