পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত পাঁচ জন - কন্টেনমেন্ট জোন

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ আজ এই জেলায় নতুন করে পাঁচ জনের কোরোনা আক্রান্তের খবর জানা গিয়েছে ৷

corona infected
কোরোনায় আক্রান্ত পাঁচ জন

By

Published : Jun 27, 2020, 2:44 AM IST

বর্ধমান , 26 জুন : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হল পাঁচ জন। এদের মধ্যে দুজন বর্ধমান শহরের পুরসভা এলাকার। একজন মেমারি 2 নং ব্লকের এবং আরও দুজন খণ্ডঘোষ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , জেলায় এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা 157 জন। এদের মধ্যে 144 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। 13 জনের চিকিৎসা চলছে। জেলায় এখনো পর্যন্ত 2955 জন কোয়ারানটিন সেন্টারে রয়েছে। হোম কোয়ারানটিনে আছে 5263 জন। এদিন যে পাঁচ জন নতুন করে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দুজন ফিরেছে মহারাষ্ট্র থেকে। প্রশাসন সূত্রে খবর, ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের প্রতি নজরদারি চললেও মূলত মহারাষ্ট্র, দিল্লি,গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকেরাই বেশি কোরোনায় আক্রান্ত হচ্ছিল ৷ সেই কারণে ওই পাঁচ রাজ্য থেকে ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। যদিও জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে ট্রেন আসা প্রায় বন্ধ হয়ে গেছে। সেই কারণে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। যাদের লালারস সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে থেকেই পজ়িটিভ রিপোর্ট এসেছে।



যে পাঁচ জন আক্রান্ত হয়েছে তাদের এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা 15 টি। 109 টি জায়গা থেকে কন্টেনমেন্ট জোন তুলে নেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details