পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পরকীয়ার জেরে যুবতিকে খুন করে আত্মঘাতী প্রেমিক - news update in east burdwan

গতকাল রাতে বন্যা বাপের বাড়িতে দিদিমা এবং তিন বছরে কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিলেন । ভোরের দিকে তাঁর দিদিমা ঘরের দরজা খুলে বাথরুমে গিয়েছিল । সেই সুযোগে দীপক ওই ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বন্যাকে কোপায় ।

monteswar murder
পরকীয়ার জেরে জোড়া মৃত্যু মন্তেশ্বরে

By

Published : Dec 13, 2019, 11:31 PM IST

মন্তেশ্বর, 13 ডিসেম্বর : পরকীয়ার জেরে এক যুবতিকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হল প্রেমিক । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা । শুক্রবার মন্তেশ্বর থানার পুলিশ ওই যুবতি ও যুবকের দেহ উদ্ধার করে ৷ মৃত যুবতির নাম বন্যা মণ্ডল (19) । যুবকের নাম দীপক হালদার (25) ৷

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে পূর্বস্থলীর সাতপোঁতার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে মন্তেশ্বরের বন্যা মণ্ডলের বিয়ে হয়েছিল । গৌরাঙ্গ পেশায় খেতমজুর । কাজের জন্য মাঝে মাঝে তিনি বিভিন্ন রাজ্যে যেতেন । সেই সময় বন্যার সঙ্গে দেখা করতে আসত মুর্শিদাবাদের বাসিন্দা দীপক হালদার ৷ তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি ৷ দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল ৷ যেটা জানতে পারে বন্যার স্বামী গৌরাঙ্গ ৷ এনিয়ে সংসারে চরম অশান্তি শুরু হয়েছিল ।

মাস চারেক আগে বন্যা বাড়ি ছেড়ে দীপকের সঙ্গে চলে গিয়েছিল । সেইসময় বন্যার বাপের বাড়ি লোকজন পুলিশের মাধ্যমে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল । তারপর বন্যা যাতে ফের শ্বশুরবাড়ি ফিরতে পারে সেজন্য বন্যার স্বামী গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । সেইমতো দুই দিন আগে গৌরাঙ্গ বন্যাদের বাড়িতে এসেছিল ।

গতকাল রাতে বন্যা বাপের বাড়িতে দিদিমা এবং তিন বছরে কন্যাকে নিয়ে ঘুমাচ্ছিলেন । ভোরের দিকে তাঁর দিদিমা ঘরের দরজা খুলে বাথরুমে গিয়েছিল । সেই সুযোগে দীপক ওই ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বন্যাকে কোপায় । যুবতির চিৎকার শুনে তার বাবা ও মা ছুটে আসে । কিন্তু দীপক সেখান থেকে পালিয়ে যায় । পরে দীপকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।

এই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ জানতে পারে পূর্বস্থলীর ঘূর্ণি এলাকার একটি গাছে এক যুবকের দেহ ঝুলছে । পরে জানা যায় ওই যুবকের নাম দীপক হালদার । কালনা থানার পুলিশ জানিয়েছে মন্তেশ্বরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে একটা খুনের এবং একটা অস্বাভাবিক মৃত্যুর ।

ABOUT THE AUTHOR

...view details