পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ছয় মনীষীর চশমা ও নাক ভাঙা ! - মনীষীর মূর্তির চশমা ও নাক ভাঙা

বর্ধমানের পূর্বস্থলীতে স্কুলের ভিতর থাকা ছয় মনীষীর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ পুলিশ তদন্ত করছে ৷

statue
মনীষীর মূর্তির চশমা ও নাক ভাঙা

By

Published : Jan 19, 2021, 10:13 PM IST

পূর্বস্থলী,19 জানুয়ারি : স্কুলের মধ্যে থাকা ছয় জন মনীষীর মূর্তি ভাঙল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় 50 হাজার টাকা খরচ করে ছয় জন মনীষীর মূর্তি কিনেছিল স্কুল কর্তৃপক্ষ। সেখানে ছিল স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাধাকৃষ্ণনের মূর্তি। লকডাউনের আগে ওই মূর্তিগুলো কিনে রেখে দেওয়া হয়েছিল। কোরোনা আবহে দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ আছে। হঠাৎ শিক্ষকেরা এসে দেখেন কে বা কারা সেই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। মঙ্গলবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন :"স্মরণীয় জয়", 5 কোটি টাকার বোনাস ঘোষণা করে টুইট সৌরভের

স্কুলের প্রধান শিক্ষক শ্রীকান্ত ঘোষাল বলেন, "সব মূর্তির কম বেশি ক্ষতি করা হয়েছে। কিছু মূর্তির চশমা ভেঙে দেওয়া হয়েছে। মূর্তির নাক ইট বা ভারী বস্তু দিয়ে ভাঙা হয়েছে। কে বা কারা করেছে জানি না। এই স্কুলের উপর আগেও ক্ষতি করার চেষ্টা হয়েছে। বিষয়টি ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে।" এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details