পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 8 জন

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, পূর্ব বর্ধমান জেলায় মোট আট জন আক্রান্ত হয়েছেন। এলাকাগুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

corona
কোরোনা আক্রান্ত

By

Published : May 27, 2020, 9:06 PM IST

বর্ধমান, 27 মে : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন আট জন। এঁরা সবাই পরিযায়ী শ্রমিক। কিছুদিন আগেই ভিন রাজ্য থেকে বর্ধমানে যে যার নিজের বাড়িতে ফিরেছেন ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আক্রান্তরা হলেন ভাতারে কালিপাহাড়ির একজন, রায়নার আলমপুরের একজন, মেমারির বিজড়াতে একজন, বর্ধমান শহরের রথতলা বেলপুকুরের একজন এবং কালনার দু নম্বর ব্লকের তিনজন ।এরা প্রত্যেকে ভিন রাজ্য থেকে জেলায় আসার পরেই তাদের সোয়াব টেস্ট করা হয়েছিল।

বুধবার তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ আসায় দুর্গাপুরে কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারানটিনে পাঠানো হচ্ছে । তাঁদের বাড়ির এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, পূর্ব বর্ধমান জেলায় মোট আট জন আক্রান্ত হয়েছেন। এলাকাগুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details