পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলকারের স্বাস্থ্য পরীক্ষায় স্কুলে অভিযান

পুলকার দুর্ঘটনা আটকাতে স্কুলগুলিতে অভিযান শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ৷ গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ও চালকদের লাইসেন্স পরীক্ষার পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে নজর দেওয়া হবে ৷ প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ ৷

pull car in west bengal
পুলকারের পরীক্ষা করছে জেলা পুলিশ

By

Published : Feb 20, 2020, 10:33 AM IST

পূর্ব বর্ধমান, 20 ফেব্রুয়ারি : পুলকারের স্বাস্থ্য পরীক্ষা করতে বিভিন্ন স্কুলে অভিযান শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ ৷ এই অভিযান নিয়মিত চলবে বলে জানান DSP সৌভিক পাত্র ৷ পুলকারের জন্য ইতিমধ্যেই ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করেছে জেলা পুলিশ ৷

হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ৷ আজ থেকে জেলার বিভিন্ন স্কুলে অভিযান চালাবে পুলিশ ৷ পূর্ব বর্ধমানের DSP সৌভিক পাত্র বলেন, ‘‘পুলকারের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চালকের লাইসেন্স পরীক্ষা ও তার বিষয়ে সব তথ্য, কোনও হেল্পার থাকলে তার বিষয়ে তথ্য পরীক্ষা করবে পুলিশ ৷ যদি কোনও সমস্যা থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষকে জানানো হবে ৷ প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে পুলকার মালিকের বিরুদ্ধে ৷’’ স্কুলগুলিতে অভিযানের পাশাপাশি পুলকারের জন্য ডেটা ব্যাঙ্ক তৈরি করা হবে ৷ দ্রুত সেই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন DSP ৷ জেলাজুড়ে নিয়মিত পুলকারের বিষয়ে অভিযান চলবে বলে তিনি জানান ৷

ABOUT THE AUTHOR

...view details