বর্ধমান, 1 ফেব্রুয়ারি : দুর্ঘটনা বাড়লেও লাগাম টানা যাচ্ছে না হেলমেট না পরেই বাইকে যাতায়াতে । হেলমেট ছাড়াই আকছার বাইকে দাপিয়ে বেড়াচ্ছে মানুষ । পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও কাজের কাজ কিছুই হয়নি । মাঝে মাঝে করা হয় কাউন্সেলিংও । দিনকয়েক নিয়ম মানা হলেও, আবার যে কে সেই । মাথায় হেলমেট ছাড়াই বাইক নিয়ে ছুটছে বাইকআরোহীরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলাতেও যাতে হেলমেট পরে নিয়ম মেনে বাইক চালানো হয় তা নিয়ে বাইক চালক ও আরোহীদের সচেতন করতে নিয়মিতভাবে অভিযান শুরু করে পুলিশ । পুলিশি ধরপাকড়ে বেশ কিছুদিন ধরে নিয়ম মেনেই চলছিল বাইক । কিন্তু, কয়েকদিন যেতেই ফের চেনা ছবি । দেখা যাচ্ছে, সচেতনতার জায়গায় উলটে বেড়েছে মানুষের মধ্যে হেলমেট না পড়ে বাইক চালানোর প্রবণতা । ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ।
তবে সবসময় ভয় দেখিয়ে নয়, জেলাজুড়ে রাস্তার মোড়ে মোড়ে হেলমেটহীন চালকদের আটক করার পর পুলিশকর্মীরা মাঝেমধ্যেই তাদের বোঝানোর চেষ্টা করছেন কেন হেলমেট পড়ে গাড়ি চালানো প্রয়োজন । সেইসঙ্গে হেলমেট পরার পরামর্শও দিচ্ছেন তাঁরা ।
আরও পড়ুন - পেট্রল-ডিজেল সহ একাধিক পণ্যে কৃষি সেস বসাল কেন্দ্র