বর্ধমান , 1 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কন্যাশ্রীর থেকে পাওয়া টাকা থেকে 10 হাজার টাকা দান করলেন বর্ধমানের ঈশিকা ব্যানার্জি । ওই ছাত্রীর বোনও টিফিন খরচ বাঁচিয়ে 1100 টাকা ত্রাণ তহবিলে দান করেন । আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের হাতে সেই চেক তুলে দেন ওই দুই ছাত্রী । এছাড়াও ওই দু'জন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় এক লাখ টাকা ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক স্কুল ছাত্রী দশ হাজার টাকা এবং অপর এক স্কুলছাত্রী 1100 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল দান করেছেন । পাশাপাশি একটি সংস্থার পক্ষ থেকেও দেওয়া হয় এক লাখ টাকার চেক ৷ মানকর কলেজের BA দ্বিতীয় বর্ষের ছাত্রী ঈশিকা ব্যানার্জি 10 হাজার টাকা এবং তার বোন বর্ধমান হরিসভা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঈশানি ব্যানার্জি টিফিন খরচ বাঁচিয়ে এক হাজার একশো টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷