পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 25, 2022, 4:52 PM IST

ETV Bharat / city

Crocodile Scare: গঙ্গায় কুমির, সতর্ক করতে জল বোমা

পূর্ব বর্ধমানের কালনার অন্তর্গত ধাত্রীগ্রাম, সেখানে রয়েছে মালতিপুর ঘাট। সম্প্রতি এই গঙ্গার ঘাটে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কুমির (Crocodile Seen in Kalna Bardhaman)। প্রতিবছর মহালয়ার দিন তর্পণ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয় এই ঘাটে। বেশ কয়েকদিন ধরে গঙ্গায় কুমিরের দেখা পাওয়ায় চিন্তিত জেলা প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রচার চালানো হচ্ছে ৷ এর পাশাপাশি রবিবার গঙ্গার ঘাটে তপর্ণ যাঁরা করতে গিয়েছেন তাঁদেরকে সতর্ক করেন প্রাণী-সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath) ৷

Crocodile
সতর্ক করতে জল বোমা

পূর্ব বর্ধমানের কালনার অন্তর্গত ধাত্রীগ্রাম, সেখানে রয়েছে মালতিপুর ঘাট। সম্প্রতি এই গঙ্গার ঘাটে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কুমির (Crocodile Seen in Kalna Bardhaman)। প্রতিবছর মহালয়ার দিন তর্পণ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয় এই ঘাটে। বেশ কয়েকদিন ধরে গঙ্গায় কুমিরের দেখা পাওয়ায় চিন্তিত জেলা প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রচার চালানো হচ্ছে ৷ এর পাশাপাশি রবিবার গঙ্গার ঘাটে তপর্ণ যাঁরা করতে গিয়েছেন তাঁদেরকে সতর্ক করেন প্রাণী-সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath) ৷

ABOUT THE AUTHOR

...view details