বর্ধমান, 29 জানুয়ারি : বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে এক রোগীর মৃত্যু হয়েছে (Fire breaks out at Burdwan Medical College) । মৃত রোগীর নাম সন্ধ্যা মণ্ডল (60) । বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় । দমকলের একটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ হাসপাতালের রাধারাণী ব্লকের কোভিড ওয়ার্ডের 6 নম্বর ব্লকে আগুন লাগে । কোভিড ওয়ার্ডে চারজন ভর্তি ছিলেন । মশারির ভিতরে আগুন লাগে । অন্য রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে একজন রোগীর মৃত্যু হয়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল । হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, মশা মারার ধুপ বা এই জাতীয় কিছু থেকে এই আগুন লেগে থাকতে পারে । দমকল জানিয়েছে, একটা বেডেই আগুন লেগেছিল । সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় । তাতে আগুন আশপাশের শয্যাগুলিতে ছড়িয়ে পড়তে পারেনি ৷