পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানে কোরোনায় আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু - covid 19 positive

মৃত ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডে ও আরেকজনের বাড়ি 14 নম্বর ওয়ার্ডে ৷

বর্ধমান
বর্ধমান

By

Published : Jul 26, 2020, 4:17 AM IST

বর্ধমান, 26 জুলাই : ফের কোরোনায় আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু । দুইজনেই বর্ধমান শহরের বাসিন্দা। এনিয়ে জেলায় কোরোনায় সংক্রমিত ছিল এমন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 । বর্তমানে বর্ধমান জেলায় কোরোনা ভাইপরাসে আক্রান্ত মোট 582 জন।

গতকাল জেলায় নতুন করে 39 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন 10 জন। মৃত্যু হয়েছে দুইজনের। মৃত ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের সাত নম্বর ওয়ার্ডে ও আরেকজনের বাড়ি 14 নম্বর ওয়ার্ডে ৷ জেলা প্রশাসন জানিয়েছে সাত নম্বর ওয়ার্ডের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে 22 জুলাই। গতকাল তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে।

এই পরিস্থিতিতে জেলায় বাড়ছে কন্টটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ বর্ধমানে কন্টটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 177। জেলায় প্রতিনিয়ত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে বর্ধমান শহরে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন ঘোষণা করা হয়েছে কাটোয়া, কালনা, মেমারি পৌরসভা এলাকা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ।

ABOUT THE AUTHOR

...view details