পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা আক্রান্তের সংখ্যা কমছে পূর্ব বর্ধমানে, জানালেন জেলাশাসক

কিছুটা হলেও স্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন । গত কয়েকদিনে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানালেন জেলাশাসক বিজয় ভারতী ।

dm burdwan
জেলাশাসক বিজয় ভারতী

By

Published : Jun 1, 2020, 9:15 PM IST

বর্ধমান, 1 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে পূর্ব বর্ধমান জেলায় । আজ জানালেন জেলাশাসক বিজয় ভারতী ।

আজ জেলাশাসক বলেন, পূর্ব বর্ধমান জেলায় শনিবার কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 21 । গতকাল এই সংখ্যা ছিল 18 জন । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন মাত্র চারজন । তাঁরা মহারাষ্ট্র থেকে জেলায় পিরেছেন । রিপোর্ট পজ়িটিভ আসার সঙ্গে সঙ্গেই তাঁদের বর্ধমানের কোরোনা হাসপাতালে পাঠানো হয় । এই চারজনের মধ্যে দু'জন খণ্ডঘোষের বাসিন্দা এবং বাকি দুজনের মধ্যে একজন কালনা ও অন্যজন পূর্বস্থলীর বাসিন্দা ।


23 মার্চ থেকে আজ পর্যন্ত এই জেলায় মোট 96 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এর মধ্যে 46 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । আর 50 জন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে । তিনি আরও বলেন, শনিবার থেকে কোরোনা আক্রান্তের সংখ্যা কমছে এবং পরিযায়ী শ্রমিকের আসাও অনেক কমেছে ।

ABOUT THE AUTHOR

...view details