বর্ধমান, 27 জুন :সোমবার পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee visits Burdwan)। বর্ধমানের গোদার মাঠ থেকে রাজ্যের 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী ৷ বাংলায় কৃষিভিত্তিক প্রকল্প 'কৃষকবন্ধু'-র আওতায় থাকা কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee to start three day Burdwan tour today) ৷
সোমবার থেকে বুধবার দুই বর্ধমান জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন (Chif Minister Mamata Banerjee Send Money To Farmer Account) মুখ্যমন্ত্রী । এ দিন বর্ধমানে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছর কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক অনুদানের প্রথম কিস্তির টাকা পাঠাবেন তিনি । এই কর্মসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার জানিয়েছেন, এ বার প্রায় 89 লক্ষ কৃষক আর্থিক অনুদান পাচ্ছেন । কৃষকবন্ধু প্রাপকদের সংখ্যা ক্রমেই বাড়ছে । গত বছরের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন প্রায় 77 লক্ষ কৃষক । অর্থাৎ, প্রাপকের সংখ্যা এ বার প্রায় 12 লক্ষ বৃদ্ধি হয়েছে ।