পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Child Death in a Accident: ডাম্পারের ধাক্কায় মৃত্যু শিশুর - ডাম্পারের ধাক্কায় মৃত্যু শিশুর

বর্ধমানে ডাম্পারের ধাক্কায় শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা (Child Death in a Accident) ৷ এলাকায় শোকের ছায়া ৷ ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক ৷

Child Death in a Accident
Child Death in a Accident

By

Published : Aug 5, 2022, 11:03 PM IST

বর্ধমান, 5 অগস্ট: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর । মৃত শিশুর নাম সোমা সর্দার (6)। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কোমরপুর হাটতলা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে (Child Death in a Accident) । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সোমা সর্দার নামে শিশুটি মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিল। রাস্তায় হাটতলার কাছে একটি বাঁকের মুখে পাথর বোঝাই ডাম্পার শিশুটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির । এরপরেই স্থানীয় বাসিন্দারা কাটোয়া বোলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুন: ভদ্রকে পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার, আহত আরও 2

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বেআইনিভাবে ওভারলোডিং করে পাথর বোঝাই ডাম্পার দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে চলাচল করে ৷ ফলে প্রায়দিন দুর্ঘটনা ঘটে ৷ পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না । এদিকে ঘটনার খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে । আগামিদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তোলেন ।

ABOUT THE AUTHOR

...view details