বর্ধমান, 21 মার্চ : বর্ধমানে বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন । কিন্তু রবিবার বর্ধমান শহরের ব্যবসা আদৌ কি বন্ধ হবে তা নিয়ে ধন্দে পড়েছেন খোদ ব্যবসায়ীরা । কোথাও বাজার বন্ধ থাকবে আবার কোথাও বাজার খোলা থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।
আগামীকাল বাজার বনধের ডাক ব্যবসায়ী সংগঠনের, ধন্দে ব্যাবসায়ীদের একাংশ - কোরোনা ভাইরাসের লক্ষণ
আগামীকাল বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ রাখা হবে । সিদ্ধান্ত নিয়েছে বাজার ব্যবসায়ী সংগঠন ৷ কিন্তু বর্ধমানের আলমগঞ্জের ঝুরঝুরে পুলের পৌরসভার বাজার এলাকার ব্যবসায়ীদের বক্তব্য তাঁদের কাছে বাজার বন্ধ রাখার কোন নির্দেশিকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি । নির্দেশিকা না এলে আগামীকাল বাজার খুলবেন বলে জানিয়েছেন তাঁরা।
চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে বর্ধমানবাসীকে জানানো হয়েছে, রবিবার বর্ধমান শহরের ব্যবসা বন্ধ রাখা হবে । বন্ধ থাকবে সবজি, মাছ, ফল-ফুলের বাজারও । বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার , রানিগঞ্জ বাজার, BC রোড, কার্জনগেট সহ বিভিন্ন এলাকায় বাজার বন্ধ রাখা হবে । যদিও বর্ধমান শহরের আলমগঞ্জের ঝুরঝুরে পুলের পৌরসভার বাজার এলাকার ব্যবসায়ীদের বক্তব্য তাঁদের কাছে বাজার বন্ধ রাখার কোন নির্দেশিকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ।তাই তাঁরা কাঁচা সবজি মজুত করে নিয়েছেন । বাজার বন্ধ রাখা হলে তাঁরা ক্ষতির মুখে পড়বেন । নির্দেশিকা না এলে আগামীকাল তাঁরা বাজার খুলবেন বলে জানিয়েছেন ।
নীলপুর বাজার এলাকায় বাজার আগামীকাল বন্ধ থাকতে পারে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা । ওই বাজারের চিকিৎসক ডাঃ জ্যোতিপ্রকাশ দাস বলেন, "যেটুকু শোনা যাচ্ছে আগামীকাল নীলপুর বাজারের দোকানপাঠ বন্ধ হবে । তাই অন্যদিনের তুলনায় আজ বাজারে অনেক ভিড় ।"