বর্ধমান, 5 জানুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বর্ধমান- হাওড়া লোকাল ট্রেন ।
বর্ধমানের কাছে রেললাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা ট্রেনের - বর্ধমানের পাল্লারোডের কাছে ডাউনলাইন শাখায় রেললাইনে ফাটল
বর্ধমান- হাওড়া ডাউন লাইনে ফাটল ৷ যুবকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বর্ধমান- হাওড়া লোকাল ট্রেন ।
![বর্ধমানের কাছে রেললাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা ট্রেনের image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5601162-thumbnail-3x2-gg.jpg)
ট্রেন লাইনে ফাটল
বর্ধমানের পাল্লারোডের কাছে ডাউনলাইন শাখায় রেললাইনে ফাটল দেখা দেয় । এক যুবকের তৎপরতায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় । অল্পের জন্য রক্ষা পায় কর্ড লাইন শাখার একটি লোকাল ট্রেন । এরপরে লাইন মেরামতের পর ফের ট্রেন চলাচল শুরু হয় বর্ধমান-হাওড়া ডাউন লাইনে ।
গতকাল রাতে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের । যদিও তাঁর পরিচয় জানা যায়নি । ঘটনায় রেলের গাফিলতিকে দায়ি করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷
Last Updated : Jan 5, 2020, 2:02 PM IST