পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

2020-এর সাধারণ বাজেটে কালনা লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি বর্ধমানবাসীর - ইউনিয়ন বাজেট 2020

বিভিন্ন দূরপাল্লার আপ-ডাউনের ট্রেন এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে পারাপার করে থাকে৷ এর ফলে দিনের বেশিরভাগ সময়টা বন্ধ থাকে লেভেল ক্রসিং৷ যার জেরে প্রতিদিন সমস্যা সম্মুখীন হতে হয় বর্ধমানবাসীকে ৷ এই সমস্যা এড়াতেই উড়ালপুলের দাবি তাঁদের ৷ 2020 সালের সাধারণ বাজেটে সেই দাবি পূরণ হবে বলে আশাবাদী তাঁরা৷

budget 2020
সাধারণ বাজেট

By

Published : Jan 30, 2020, 10:13 PM IST

বর্ধমান, 30 জানুয়ারি : বর্ধমানের জনবহুল এলাকা কালনা৷ বর্ধমান জংশন থেকে হাওড়াগামী ট্রেন গুলিকে কালনা লেভেল ক্রসিং পার করে যেতে হয় হাওড়ায় ৷ পাশাপাশি হাওড়া, শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অমৃতসর মেল ছাড়াও বিভিন্ন দূরপাল্লার আপ-ডাউনের ট্রেন এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে পারাপার করে থাকে৷

এর ফলে দিনের বেশিরভাগ সময়টা বন্ধ থাকে লেভেল ক্রসিং৷ যার জেরে প্রতিদিন সমস্যা সম্মুখীন হতে হয় শহরবাসীকে ৷

সাধারণ বাজেটে কালনা লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি শহরবাসীর

পাশাপাশি শহরবাসিকে স্কুল, কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, কালনা বাজার থেকে বিচ্ছিন্ন করেছে এই লেভেল ক্রসিং ৷ নবদ্বীপ, মুর্শিদাবাদ, করিমপুর রুটের বাস যাতায়াতেও এই লেভেল ক্রসিং পারাপার করতে হয় ৷ ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকায় ওই এলাকায় যানযট নিত্যদিনের সমস্যা ৷ এই সমস্যা এড়াতেই উড়ালপুলের দাবি বর্ধমানবাসীর ৷ 2020 সালের সাধারণ বাজেটে সেই দাবি পূরণ হবে বলে আশাবাদী তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details