পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বর্ধমান আদালতের - দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

"টাকা না দিলে পুলিশে চাকরি হয় না।"2019 সালের 4 নভেম্বর, পূর্ব বর্ধমান জেলার রায়না সেহারাবাজারে BJP-র একটি জনসভায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার অনুমতি মঞ্জুর করেন CGM ।

burdwan court
বর্ধমান আদালত

By

Published : Nov 14, 2020, 10:43 PM IST

বর্ধমান,14 নভেম্বর : টাকা না দিলে পুলিশে চাকরি হয় না ৷ বর্ধমান এসে এই কথা বলেছিলেন দিলীপ ঘোষ। এই বক্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। বর্ধমানে এসে দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে এই মন্তব্য করেন। তিনি বলেছিলেন, "টাকা না দিলে নাকি পুলিশে চাকরি হয় না।"


পূর্ব বর্ধমান রায়না থানায় পুলিশ দিলীপ ঘোষকে পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার৷ আদালত সূত্রে জানা গেছে 2019 সালের 4 নভেম্বর, পূর্ব বর্ধমান জেলার রায়না সেহারাবাজারে BJP-র একটি জনসভা ছিল। সেখানে বক্তব্য রাখতে ওঠেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি মন্তব্য করেন, "তাঁবেদারি না করলে পুলিশের চাকরি পাওয়া যায় না । টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। এমনকী প্রোমোশনের জন্য পুলিশকে টাকা দিতে হয়। OC থেকে SP পর্যন্ত সবাইকে টাকা তুলতে হয়। টাকার বান্ডিল কালীঘাট পর্যন্ত যায়।" এরপরে সেহারাবাজার ফাঁড়ির এক পুলিশ এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, এই ধরনের মন্তব্যের ফলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । BJP-র রাজ্য সভাপতি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন CGM ।



রায়না থানা সূত্রে জানা গিয়েছে, মামলার চার্জশিট পেশ করা হয়েছে ৷ আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়। জেলা আদালতের সরকারি আইনজীবী নারদ ভুঁইঞা বলেন, "পলাতক দেখিয়ে চার্জশিট পেশ করা হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান তদন্তকারী অফিসার । এটাই নিয়ম । এই মামলাতে সেটাই হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details