পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘরছাড়া বিজেপি মহিলা কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা, অভিযোগ মানবাধিকার কমিশনে - BURDWAN

বিজেপির ঘরছাড়া কর্মীরা বাড়ি ফেরার পর তাঁদের উপর হামলা হচ্ছে । এমনকি মহিলা বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল । অভিযোগ মানবাধিকার কমিশনের ।

Khandaghosh
ঘরছাড়া মহিলার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ মানবাধিকার কমিশনের

By

Published : Jun 28, 2021, 10:57 PM IST

বর্ধমান, 28 জুন: বিজেপির ঘরছাড়া কর্মীরা বাড়ি ফেরার পর তাঁদের উপর হামলা হচ্ছে । তাঁদের জরিমানা করা হচ্ছে । জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের কাছে এই অভিযোগ জানালেন বর্ধমান ও নদিয়ার ঘরছাড়া মহিলা বিজেপি কর্মীরা । কমিশন জানিয়েছে, যেভাবে ঘরছাড়াদের উপর অত্যাচার হচ্ছে, তাঁদের নাবালিকা মেয়েদের ধর্ষণের চেষ্টা করা হচ্ছে, সব রিপোর্টই উচ্চ মহলে জানানো হবে । সোমবার বর্ধমান সার্কিট হাউসে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা । সেখানে আক্রান্ত ঘরছাড়া বিজেপি কর্মীরা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানান ।

কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সদস্যা ডঃ আরবিএল দেশাই সোমবার আক্রান্তদের কাছ থেকে তাঁদের অভিযোগের কথা শোনেন । বর্ধমানের খণ্ডঘোষের বাসিন্দা রাখি রায় বলেন, 'বিজেপি করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায় । নির্বাচনের ফল বেরোনোর পর থেকে আমি ঘরছাড়া ছিলাম । এরপর পুলিশ আমাকে ঘরে ফেরালেও আমার উপর ফের হামলা হয় । এমনকি খণ্ডঘোষ থানার ওসিও খারাপ ব্যবহার করেন আমাদের সঙ্গে । আমি কেন বিজেপির হয়ে কাজ করছি সেই কথা তুলে ধরে হুমকিও দেওয়া হয় । আমার দাদা প্রতিবাদ করতে গেলেও তাঁকেও পুলিশ ধরে নিয়ে যাবে বলে ভয় দেখায় । ফলে আমি ফের ঘরছাড়া হয়ে যাই ।'

আরও পড়ুন: রায়নায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

সার্কিট হাউসে বিজেপি কর্মী-সমর্থকদের কাছ থেকে অভিযোগ শোনার পর মানবাধিকার কমিশনের সদস্যা ডাঃ আরবিএল দেশাই পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । পুলিশকে তিনি জানিয়েছেন, নালিশ জানাতে এসে যেন কেউ বাধা না পায় তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের । পুলিশ আশ্বাস দিয়েছে, ঘরছাড়াদের ঘরে ফেরানোর ৷ কিন্তু তাতেও ভয় কাটেনি ঘরছাড়াদের ।

ABOUT THE AUTHOR

...view details