পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে বটুকেশ্বর দত্তর নামে - bjp

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাতে বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে তাঁর নামে ।

বর্ধমান স্টেশনের নামকরণ হচ্ছে বটুকেশ্বর দত্তর নামে

By

Published : Jul 21, 2019, 5:44 PM IST

Updated : Jul 21, 2019, 9:41 PM IST

পটনা ও বর্ধমান, 21 জুলাই : নাম বদলাতে চলেছে বর্ধমান স্টেশনের । নামকরণ হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর নামে । বর্ধমানেই তাঁর জন্ম । তাই তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।

1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । স্বাধীনতার পর 1963 সালে তিনি বিহার বিধান পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন । গতকালই ছিল তাঁর 54তম প্রয়াণ দিবস । তাই তাঁকে সম্মান জানাতে গতকাল বটুকেশ্বর দত্তর পটনার বাড়ি যান রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ বাড়ি পরিদর্শনের পরই তিনি জানান, বর্ধমান স্টেশনের নামকরণ তাঁর নামে করা হচ্ছে।

হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নিজেকে সমর্পিত করেছিলেন বটুকেশ্বর দত্ত । লাহোর ষড়যন্ত্র মামলায় যুক্ত থাকার অভিযোগে ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর সঙ্গে জেলে যান তিনিও । 1931 সালের 23 মার্চ ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর ফাঁসি হলেও বটুকেশ্বর দত্তর বয়স কম থাকায় তাঁকে আন্দামানের সেলুলার জেলে পাঠিয়ে দেয় ব্রিটিশ সরকার ।

কেন্দ্রে ক্ষমতায় আসার পর দেশজুড়ে একাধিক রেল স্টেশনের নাম বদল করে BJP । গত বছর মোঘলসরাই স্টেশন হয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন । শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টার্মিনাস করার আর্জি ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছে রাজ্য BJP । এরই মাঝে এবার নাম বদল করা হল বর্ধমান স্টেশনের ।

Last Updated : Jul 21, 2019, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details