বর্ধমান, 5 জানুয়ারি : গতকাল রাতে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হল একজনের । যদিও তাঁর পরিচয় জানা যায়নি । এই ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ি করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তাঁর মত, রেলদপ্তরের উদ্ধারকার্যে গতি আনার উচিত ছিল ৷
বর্ধমান স্টেশন ভেঙে মৃত 1, রেলের ভূমিকায় ক্ষোভ মন্ত্রীর - বর্ধমান স্টেশন
বর্ধমান স্টেশন ভেঙে পড়ায় একজনের মৃত্যু হল ৷ আহত আরও একজন ৷ ঘটনায় রেলদপ্তরের গাফিলতির কথা বলছেন রাজ্যের মন্ত্রী ৷
বর্ধমান স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছিল । এরইমধ্যে ভেঙে পড়ে অনুসন্ধান কেন্দ্রের সামনে উপরের অংশ । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । বর্ধমান স্টেশনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি অভিযোগ করেন ঘটনার পরে তিন ঘণ্টা কেটে গেলেও রেলের কোনও আধিকারিকের দেখা মেলেনি ।
রাতের দিকে রেলের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন । রেল সূত্রে জানা গেছে ঘটনাতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । স্টেশন চত্বরে সারারাত ধরে বসে থেকে কাজ নিরীক্ষণ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন, ''ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । কিন্তু তার পরিচয় জানা যায়নি । রেলের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । রেল সৌন্দর্যায়নের কাজ করলেও ভবনের কী অবস্থা ছিল সে দিকে রেল গুরুত্ব দেয়নি । যার ফলে ঘটনা । ঘটনার পরে যেভাবে দ্রুত গতিতে কাজ করা উচিত ছিল সেই কাজও করেনি রেল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারারাত বসে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি । সকাল থেকে যাতে সাধারণ যাত্রীরা ঠিকভাবে স্টেশন যেতে পারেন তা দেখভাল করেছি আমরা ।’’