বর্ধমান, 14 অক্টোবর : বার ডান্সারের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের খাগড়াগড় এলাকায় (Body Recover)। মৃতের নাম রিয়া চৌহান (27)। কীভাবে ওই বার ডান্সারের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান পুলিশ। বৃহস্পতিবার খাগড়াগড়ের একটি বাড়ি থেকে ওই বার ডান্সারের দেহ উদ্ধার হয়েছে ৷ ওই বাড়িতেই ভাড়া থাকতেন মৃত রিয়া ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়া চৌহান দিল্লির বাসিন্দা । বেশ কয়েকবছর আগে বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটা বাড়িতে তিনি ভাড়া থাকতেন। ওই বাড়িতে আরও একজন বার ডান্সার ভাড়া থাকেন । তবে তাঁরা দু‘জন আলাদা আলাদা ঘরে থাকতেন। বৃহস্পতিবার রিয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবতী আত্মঘাতী হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।