পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 8, 2021, 10:12 PM IST

ETV Bharat / city

Corona Pandemic : প্যানডেমিক বদলে দিয়েছে পেশা, সুবর্ণলতার 'খোকা' আজ মাছ বিক্রেতা !

করোনা পরিস্থিতিতে গভীর সঙ্কটে পড়েছেন সব ক্ষেত্রের শিল্পীরা ৷ উৎসব-অনুষ্ঠান বন্ধ থাকায় উপার্জন বন্ধ হয়ে গিয়েছে অনেকেরই ৷ অনেকেই বাধ্য হয়েছেন পেশা বদলাতে ৷ বর্ধমানের মেমারির বাসিন্দা এমনই এক অভিনেতা অরিন্দম প্রামাণিক ৷ একাধিক বাংলা সিরিয়ালে দেখা যেত তাঁর অভিনয় দেখা যাচ্ছিল ৷ তবে বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে ৷ পেশার টানে এখন তিনি মেমারি স্টেশন লাগোয়া বাজারের মাছ বিক্রেতা ৷ খোঁজ নিল ইটিভি ভারত ৷

সুবর্ণলতার 'খোকা' আজ মাছ বিক্রেতা !
সুবর্ণলতার 'খোকা' আজ মাছ বিক্রেতা !

মেমারি, 8 জুলাই : তখনও ভোরের আলো ফোটেনি । মেমারির স্টেশন লাগোয়া মাছের পাইকারি বাজারে তখন রীতিমতো ভিড় । রুই, কাতলা, ভেটকি, গলদা চিংড়ি হাতে নিয়ে দাম হাঁকছেন মুখ চেনা এক যুবক । তবে মাছ বিক্রির জন্য নয়, টেলিভিশনের সুবাদে ৷ তাঁকে একডাকে সবাই 'খোকা' বলেই চেনে । আসল নাম অরিন্দম প্রামাণিক ৷ সুবর্ণলতা মেগা সিরিয়ালে 'খোকা' চরিত্রে অভিনয়ের দরুণই এই পরিচিতি ৷

লকডাউনের জেরে টলি-পাড়ায় কাজ নেই ৷ তাই কলকাতার আস্তানা ছেড়ে বর্ধমানের মেমারির সোমেশ্বরতলার বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছেন অরিন্দম । বাড়িতে আছেন বাবা-মা-স্ত্রী । বাবা সবজি বিক্রেতা । লকডাউনের কাজ নেই, তাই উপার্জনও নেই ৷ সংসারের অভাব ঠেকাতে তাই মাছের ব্যবসায় নামতে বাধ্য হয়েছেন অরিন্দম । লাইট-ক্যামেরা-অ্যাকশনের স্ত্রিপ্ট বদলে গিয়েছে রুই-কাতলা-ভেটকিতে ।

একাদশ শ্রেণিতে পড়ার সময় অভিনেতা চন্দন সেনের হাত ধরে অভিনয়ের জগতে প্রবেশ ৷ 2011 সালে মেগা সিরিয়াল 'সুবর্ণলতা'-র 'খোকা' চরিত্রে অভিনয়ের সুযোগ আসে ৷ মুখ চেনা হয় টলি-পাড়ায় ৷ এরপর রাশি, অগ্নি পরীক্ষার মতো মেগা সিরিয়ালেও শিকে ছেঁড়ে ৷ পাশাপাশি দু-একটা সিনেমাতেও ছোটখাটো চরিত্র জুটে যায় ৷ অনন্যা চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু ছাড়াও সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন অরিন্দম ৷ ক্রমশ কাজ এবং পরিচিতি দুই-ই বাড়ছিল ৷ আরও ভাল কাজের আশায় লেগে থাকে অরিন্দম । চলছিল মোটামুটি ভালই ৷ কিন্তু বাধ সাধল করোনা ৷

অরিন্দমের বাবা অলোক বলেন, "ছেলের স্বপ্ন ছিল অভিনয় করার । ভালোই অভিনয় করছিল । কিন্তু হঠাৎ এমন পরিস্থিতিতে কাজ বন্ধ গেল ৷ তারপর ছেলে বাড়ি ফিরে আসে । আমার দোকানে মাছের ব্যবসা শুরু করে । তবে যদি কোনও দিন ফের সুযোগ পায় অরিন্দম ফিরে যাবে অভিনয়ের জগতে ।"

মেমারি স্টেশন লাগোয়া বাজারে ইদানীং মাছ বিক্রিতে ব্যস্ত থাকেন সুবর্ণলতার 'খোকা' ৷

ছোটবেলার বন্ধু সৌরভ সাহা বলেন, "অভিনয় করে ওর নামডাক হচ্ছিল । কিন্তু করোনা পরিস্থিতিতে বাড়ি ফিরে আসতে বাধ্য হয় । সেই অবস্থায় আমিই ওকে মাছের ব্যবসার পরামর্শ দিই ।"

এদিন বাজারে মাছ হাতে দাঁড়িয়ে অরিন্দম বলেন, "এরপর আবার করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে । এই অবস্থায় ওখানে অল্প কয়েকজনকে নিয়ে ইউনিট চলছে । লকডাউন শুরু হতেই বাড়ি ফিরে আসি । সংসারের হাল ধরতে মাছের ব্যবসাই বেছে নিই । এদিকে মাছের ব্যবসা অসময়ে আমার সংসারকে বাঁচিয়ে দিয়েছে । এখন ব্যবসাতেই মন দিয়েছি । আগামীতে যদি ভাল কোনও অফার আসে তাহলে অভিনয় জগতে ফিরব । কিন্তু মাছের ব্যবসা বজায় রেখেই ।"

করোনা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন করেছে মানুষকে যা হয়তো আগে কল্পনাও করা যায়নি ৷ মৃত্যু মিছিলের পাশাপাশিই কত মানুষ কাজ হারিয়েছেন ৷ পেশা বদল তো আছেই ৷ মানুষের বেঁচে থাকার লড়াই যেন আলাদা মাত্রা পেয়েছে ৷ এর মধ্যেই নিজের স্বপ্নের দৌড়ে আপাত খানিক পিছিয়ে গেলেও অরিন্দম জীবনের লড়াইয়ে যে থেমে নেই এটাই অনুপ্ররণা দেবে অনেককেই ৷ তাঁকে যাঁরা ভালবাসেন তাঁরা চাইছেন মেঘ কেটে গেলে অরিন্দম যেন ফিরতে পারেন তাঁর ভালবাসার কাজের ক্ষেত্রে ৷

আরও পড়ুন : করোনার ঠেলা, হুগলির বেহালাবাদক শুরু করেছেন কলা বিক্রি !

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details