বর্ধমান, 4 মে : কোরোনার বিরুদ্ধে শুধু সামনের সারিতে থেকে লড়াই নয়, এবার এক মাসের বেতনও ত্রাণ তহবিলে দান করলেন এক ASI । পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার ASI বিনয় ঘোষ তাঁর এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ।
এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ASI - মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল
পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার ASI বিনয় ঘোষ তাঁর এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ।
ত্রাণ তহবিল
আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়ের হাতে চেক তুলে দেন তিনি । 2001 সালে পুলিশে যোগ দেন বিনয়বাবু । তাঁর প্রথম পোস্টিং ছিল বর্ধমান পুলিশ লাইনে । এরপর দুর্গাপুরে পোস্টিং ছিল । তারপর বাঁকুড়ার CPI(M) জেলা সম্পাদক অমিয় পাত্রের নিরাপত্তারক্ষী দায়িত্বে ছিলেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে শক্তিগড় থানায় ASI পদে যোগ দেন । তাঁর এই কাজে সহকর্মীদের পাশাপাশি জেলা পুলিশও গর্বিত ।