পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূলের ব়্যালি থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, ভিডিয়ো বিকৃতির অভিযোগ শাসকদলের - kalna

চলছিল তৃণমূলের ব়্যালি ৷ অভিযোগ, সেখান থেকে বলা হল পাকিস্তান জিন্দাবাদ ৷ ভাইরাল হয় সেই ভিডিয়োর ক্লিপ ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

ছবি
ছবি

By

Published : Oct 10, 2020, 11:32 AM IST

Updated : Oct 10, 2020, 12:31 PM IST

কালনা, 10 অক্টোবর : তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া স্লোগান উঠল । পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর সামনেই এই স্লোগান দেওয়া হয় । এই ভিডিয়ো ভাইরাল হতেই রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তপশিলি সংলাপ উপলক্ষ্যে কালনার 108 শিব মন্দিরের সামনে থেকে কালনার তৃণমূলের বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু একটি মিছিলের সূচনা করেন । সেই মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে । যদিও, তৃণমূলের মতে আশিসদা জিন্দাবাদ বলা হয়েছে । সেটাকেই বিকৃত করে কেউ কেউ পাকিস্তান জিন্দাবাদ বলে প্রচার করছে । BJP-র পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, একজন বিধায়কের সামনে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় তাহলে বোঝাই যাচ্ছে এই সরকার থাকলে রাজ্যের অবস্থা কী হবে ।

কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু বলেন, " কালনা 108 শিব মন্দিরের সামনে থেকে পতাকা নেড়ে মিছিলের সূচনা করা হয় । সেখানে স্লোগান দিচ্ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী কুলদীপ । রাস্তার দু'পাশে আমাদের কর্মী সমর্থকেরা দাঁড়িয়ে ছিল । সেখানে স্লোগান দেওয়া হয় আশিসদা জিন্দাবাদ, আনন্দদা জিন্দাবাদ । 11 নম্বর ওয়ার্ডের আমাদের বর্ষীযান নেতা আশিস প্রামাণিক । তাঁকে উদ্দেশ্য করেই স্লোগান দেওয়া হয়েছে । সেটাকেই কেউ কেউ বিকৃত করে পাকিস্তান জিন্দাবাদ দাবি করছে ।"

পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিয়ো ভাইরাল হয়

এদিকে, কালনার BJP নেতা কৃষ্ণ ঘোষ বলেন, "একজন বিধায়কের সামনেই যদি পাকিস্তান জিন্দাবাদ দেওয়ার স্লোগান ওঠে তাহলে বুঝতে হবে রাজ্যে এই সরকার থাকলে রাজ্যের পরিণতি কী হতে চলেছে । না হলে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সামনে পাকিস্তান জিন্দাবাদ বলার কীভাবে সাহস পায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা ।"

Last Updated : Oct 10, 2020, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details