বর্ধমান, 16 জুলাই:বর্ধমানেরতৃণমূলের বিধায়কের(TMC MLA) বিরুদ্ধে হুমকির অভিযোগ ৷ আর যার কারণেই ঘরছাড়া হয়েছেন বিধান কুণ্ডু নামে এক ব্যবসায়ী(Businessman) ৷ এমনটাই অভিযোগ করেছেন তিনি । শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর কলেজ পড়ুয়া ছেলেকেও মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান(Burdwan) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস ।
বিধান কুণ্ডুর অভিযোগ, তিনি লোহার ছাঁটের কারবার করেন । সেই সূত্রে কাটোয়ার ব্যবসায়ী মিঠুন ও তুফান নামে দুই ব্যক্তির সঙ্গে তিনি কারবার করছিলেন । কিন্তু ওই ব্যক্তিরা যে লোহার ছাঁট সরবরাহ করতেন তার গুণগত মান পছন্দ না-হওয়ার কারণে পরে তিনি ওই ব্যক্তিদের সঙ্গে কারবার করতে চাননি। এর জেরেই দুই ব্যবসায়ীর মধ্যে গণ্ডগোল শুরু হয়(Allegation of threat against TMC MLA over financial dispute in Burdwan) ।