পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুদীপ্ত সেনের স্বাক্ষরিত চেক বাউন্স, সারদা কর্তার বিরুদ্ধে আদালতে চিত্র সাংবাদিক - allegation

চেক বাউন্সের অভিযোগে সুদীপ্ত সেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের সারদায় কাজ করা এক চিত্র সাংবাদিকের।

সুদীপ্ত সেন

By

Published : Feb 22, 2019, 9:31 AM IST

বর্ধমান, ২২ ফেব্রুয়ারি : সারদা সংস্থার সংবাদপত্রে কাজ করা এক চিত্র সাংবাদিকের চেক বাউন্সের অভিযোগে সারদা কর্তা সুদীপ্ত সেনকে গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ২০১৩ সালে সঞ্জয় কর্মকার নামে ওই চিত্র সাংবাদিককে সুদীপ্ত সেনের স্বাক্ষরিত ৩৫ হাজার ৮০০ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক বাউন্স করে। সুদীপ্ত সেনকে আইনি নোটিশ পাঠানো হলেও প্রত্যাশিত জবাব মেলেনি। এরপরই ওই চিত্র সাংবাদিক বর্ধমান জেলা আদালতে মামলা করেন।

এই বিষয়ে সঞ্জয় কর্মকার বলেন, "২০১৩ সালে আমাকে সারদার সংবাদপত্রে চাকরির জন্য একটি ৩৫ হাজার ৮০০ টাকার চেক দেওয়া হয়। সেই চেকে সুদীপ্ত সেনের সই ছিল। কিন্তু চেক বাউন্স করে। বিষয়টি নিয়ে সুদীপ্ত সেনকে আইনজীবী মারফত নোটিশ পাঠানো হয়। কিন্তু প্রত্যাশিত জবাব না মেলায় মামলা দায়ের করি।"

আদালতে সুদীপ্ত সেন জানান, সারদার সংবাদপত্রে কারা কাজ করতেন সেই বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমন কী মামলাকারী সঞ্জয় কর্মকারকেও তিনি চেনেন না। পুরো বিষয়টি দেখতেন সারদার মিডিয়া বিভাগের CEO কুণাল ঘোষ।

ABOUT THE AUTHOR

...view details