বর্ধমান, 13 অগস্ট: ‘‘ইডি সিবিআই উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো’’ এই স্লোগানকে দিয়ে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা (Agitation Breaks Out in Burdwan by TMCP)। প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । এছড়াও উপস্থিত ছিলেন জেলার বেশ কয়েকজন বিধায়ক। শুক্রবার বিকালে বর্ধমানের বীরহাটা থেকে শুরু হয়ে কার্জনগেটে শেষ হয় ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিলটি।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। দেশের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে দিনের পর দিন দুর্নীতির অভিযোগ বাড়ছে, সেখানে ইডি কিংবা সিবিআইকে দেখা যাচ্ছে না । তাদের নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে । উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল নেতাদের বিভিন্নভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করছে। এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।‘‘