বর্ধমান, 26 মে :পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট 34 জন কোরোনায় আক্রান্ত হলেন। তবে গত 24 ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। তবে ইতিমধ্যেই নমুনা পরীক্ষা করার আগেই কোয়ারানটিন সেন্টার থেকে পালিয়ে যাওয়ার একাধিক অভিযোগ উঠেছে। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সোয়াব টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে।
জেলায় কোরোনায় আক্রান্ত মোট 34 জন
পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট 34 জন কোরোনায় আক্রান্ত হলেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের তো পরীক্ষা করা হচ্ছেই তবে পাঁচটি রাজ্য অর্থাৎ দিল্লি, গুজরাত ,মহারাষ্ট্র, তামিলনাড়ু ,মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের বিশেষভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে । এছাড়া কোয়ারানটিন সেন্টার গুলিতে উপসর্গ দেখে টেস্ট করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের তো পরীক্ষা করা হচ্ছেই তবে পাঁচটি রাজ্য অর্থাৎ দিল্লি, গুজরাত ,মহারাষ্ট্র, তামিলনাড়ু ,মধ্যপ্রদেশ থেকে আসা শ্রমিকদের বিশেষভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে । এছাড়া কোয়ারানটিন সেন্টার গুলিতে উপসর্গ দেখে পরীক্ষা করা হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) রজত নন্দা বলেন, এখনও পর্যন্ত জেলায় মোট 34 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। পাঁচ রাজ্য থেকে আসা শ্রমিকদের উপর বিশেষ নজরদারি করা হচ্ছে।