পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 33 - কোরোনায় আক্রান্ত

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হল 33 জন। মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 8195 জন।

corona
কোরোনায় আক্রান্ত

By

Published : Nov 8, 2020, 6:45 AM IST

বর্ধমান,7 নভেম্বর :নতুন করে জেলায় কোরোনায় আক্রান্ত হল 33 জন। জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, শনিবার রাত পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 8195 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 123



ফের 33 জন কোরোনায় আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8195 জন। যদিও এদের মধ্যে 7534 জন সুস্থ হয়ে গেছেন। 538 জনের চিকিৎসা চলছে। 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। হোম কোয়ারানটিনে রয়েছেন 128 জন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে এই রাজ্যে ফেরায় 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে ফিরে আসায় কোয়ারানটিন রয়েছেন 27 জন।


নতুন করে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান পৌরসভা এলাকায় 10 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। দাঁইহাট পৌরসভা আক্রান্ত হয়েছেন তিনজন, কাটোয়া পৌরসভায় একজন, আউসগ্রাম এক ব্লকে একজন ,বর্ধমান 1 ব্লকে 1 জন, গলসি 1 ব্লকে একজন,
কাটোয়া 1 নং ব্লকে একজন, মঙ্গলকোট ব্লকে তিনজন ,পূর্বস্থলী দু'নম্বর ব্লকে চারজন, রায়না দু'নম্বর ব্লকে একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।এছাড়া ভিন জেলা থেকে কোরোনায় আক্রান্ত হয়ে বর্ধমান হাসপাতালে ভরতি হয়েছে 7 জন।

আক্রান্তদের মধ্যে 7 জনের দেহে উপসর্গ মিলেছে, বাকি 26 জন উপসর্গহীন। কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন 2 জন, বাকি 31 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় সুস্থতার হার 91.93শতাংশ, মৃত্যুর হার 1.50 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details